তুমি সূর্য্য, তুমি চন্দ্র
তুমি গ্রহ প্রভু হে,
তুমি শক্তি, তুমি মুক্তি
তুমি মোহ প্রভু হে।
তুমি সূর্য্য, তুমি চন্দ্র
তুমি গ্রহ প্রভু হে,
তুমি শক্তি, তুমি মুক্তি
তুমি মোহ প্রভু হে।
তুমি, ফুলে আছো কাঁটায় আছো
জোয়ারে আর ভাটায় আছো,
ফুলে আছো কাঁটায় আছো
জোয়ারে আর ভাটায় আছো,
তোমার লীলায় কত রঙের
সমারোহ প্রভু হে।
তুমি সূর্য্য, তুমি চন্দ্র
তুমি গ্রহ প্রভু হে,
তুমি শক্তি, তুমি মুক্তি
তুমি মোহ প্রভু হে।
তোমার পায়ে নিজেকে যে
করি সমর্পণ,
এমন শান্তি কোথাও খুঁজে
পায় না তো মন।
তোমার পায়ে নিজেকে যে
করি সমর্পণ,
এমন শান্তি কোথাও খুঁজে
পায়না তো মন।
তুমি দুঃখে আছো সুখে আছো
আশা হয়ে বুকে আছো,
দুঃখে আছো সুখে আছো
আশা হয়ে বুকে আছো,
ফুরায় না তো তোমার পাওয়া
আগ্রহ প্রভু হে।
তুমি সূর্য্য, তুমি চন্দ্র
তুমি গ্রহ প্রভু হে,
তুমি শক্তি, তুমি মুক্তি
তুমি মোহ প্রভু হে।
তুমি সূর্য্য, তুমি চন্দ্র
তুমি গ্রহ প্রভু হে,
তুমি শক্তি, তুমি মুক্তি
তুমি মোহ প্রভু হে।